বেতাগীর নব নির্মিত পৌর অডিটরিয়ামে তিন অংশে ফাটল


খান মিরাজ

বরগুনার বেতাগীর নবনির্মিত পৌর অডিটোরিয়াম ভবন হস্তান্তরের আগে দেয়ালের তিন অংশে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।


মঙ্গলবার দুপুরে পৌর এলাকার উপজেলা ভবনের পেছনে সদ্য নির্মিত পৌর অডিটোরিয়াম ভবনের সম্মুখীন দুপাশের দেয়ালের তিন স্থানে ফাটলের চিত্র দেখা গেছে।


জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তরের ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বেতাগী পৌরসভার তত্ত্বাবধায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন। ভবনটির কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ না হতেই অডিটোরিয়ামের সামনের দু’পাশের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। এছাড়াও উত্তর পূর্ব কর্ণারের জানালার নিচের অংশে ফাটল দেখা গেছে। ভবনটি উদ্বোধন ও ব্যবহার করার আগেই দেয়ালে ফাটল ধরায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান “খান এন্টারপ্রাইজ” এর ঠিকাদার, বেতাগী হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান বাসায় গিয়ে সরাসরি কথা বলার প্রস্তাব দেয়।


বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির জানান, ভবনে ফাটল ধরেছে এরকম কোন তথ্য আমার জানা নেই। যদি দেয়ালের কোন অংশে ফাটল দেখা যায় তাহলে ঠিকাদার ঠিক করে দেবে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, ফাটলের বিষয়ে আমি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.