ব্র্যাকের সাথে সংগ্রাম’র চুক্তিপত্র সম্পাদন

স্টাফ রিপোর্টার :
জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা (কে,ডব্লিউ,এবং) এর অর্থায়নে পার্টনারশীপ রিইনফোর্সমেন্ট অব ইন্টিগ্রেটেড স্কিল ইনহ্যান্সমেন্ট (প্রাইজ) প্রোজেক্ট’র আওতায় সর্বদক্ষিণের জেলা বরগুনায় প্রতিষ্ঠা হওয়া সুনাম ও সুক্ষ্যাতি কুড়ানো সংগ্রাম’র সাথে ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রোজেক্ট এর চুক্তি সম্পাদন করেছে ব্র্যাক।

বুধবার (১৯ জুলাই) দুপুর ১ টার দিকে মহাখালী কাদেরীয়া টাওয়ারে ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট অফিস কার্যালয়ে সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন এর হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন ব্র্যাক’র স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র সহযোগী পরিচালক তাছনিয়া তাবাচ্ছুম রহমান।

এ প্রোজেক্ট’র মাধ্যমে ১৫-১৮ বছর বয়সী কিশোর ও কিশোরীদের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করবে সংগ্রাম। বিভিন্ন ট্রেডে তিন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। ফলে ঝড়ে পড়া ওই কিশোর-কিশোরী পাবে কর্মসংস্থানের সুযোগ। আগামী ১০ মাস বরগুনা জেলার সদর উপজেলা ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় এ প্রোজেক্টটির আওতায় ১০০ জনকে সংশ্লিষ্ট বিষয়ে সুদক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.