বরগুনায় “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার :
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ মে) সকালে সার্কিট হাউস মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের (অতিরিক্ত সচিব) সচিব শ্যামল চন্দ্র সরকার ও বরগুনার পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তাঁর বক্তব্যে এ কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকবৃন্দের করণীয় বিষয়ে আলোচনা করেন।

এ কর্মশালায় বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.