বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বরগুনা সদর উপজেলায় জনসম্পৃক্তকরণ, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুশীলননের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে বৃহস্পতিবার (১৩জুলাই) সকাল দশটার দিকে সদর উপজেলা পরিষদ সভাপতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় জানুয়ারি থেকে শুরু হওয়া প্রকল্পটি আগামী দুই বছর বরগুনা জেলার সদর ও পাথরঘাটা উপজেলায় চলমান থাকবে।

এ কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সুশীলনের সহকারী পরিচালক শিরিনা আক্তার, সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেন।

আন্তঃব্যক্তিক যোগাযোগ, সামাজিক ও আচরণ পরিবর্তন, জনসম্পৃক্তকরণ সহ বাল্যবিবাহ প্রতিরোধে কাদের ভূমিকা সম্মুখভাগে এবং এর ক্ষতিকর প্রভাব কি হতে পারে, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সহিংসতা রোধ ও শিশু ও কিশোর কিশোরীর সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.