বরগুনায় ট্রাফিক আইন প্রতিপালন ও মাদক বিরোধী প্রচারণা

স্টাফ রিপোর্টার

বরগুনা পুলিশ সুপার আব্দুস সালাম এর নির্দেশনায় ট্রাফিক আইন মেনে চলতে এবং গাড়িতে মাদক পরিবহনে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছে বরগুনা ট্রাফিক বিভাগ।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এই ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলবে বলে মনে করছেন পুলিশ সুপার আব্দুস সালাম।

রাস্তায় গাড়ি চলাচলে হেলমেট পরিধান, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

“ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন” এমন প্রতিপাদ্যে বিতরণ করা সচেতনতামূলক লিফলেটে মোটরযান চালকদের প্রতি ছিল গুরুত্বপূর্ণ কিছু বিশেষ আহ্বান। ছিলো মোটরযান মালিকদের প্রতি আহ্বান। যাত্রী, পথচারী, থ্রি-হুইলার চালকদের প্রতি বিশেষ কিছু আহ্বান।

এ বিষয়ে সদর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান বলেন, মান্যবর পুলিশ সুপার আব্দুস সালাম মহোদয় বরগুনা জেলায় যোগদানের পর থেকেই যানবাহন চলাচলের ক্ষেত্রে সকল ধরনের আইন মেনে গাড়ি চালায়, সে বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় বরগুনা শহরে ট্রাফিক আইন ও মাদক বিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। এমন সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.