বরগুনায় ডিবি পুলিশের হাতে ১শ’ পিস ইয়াবাসহ আটক-১


স্টাফ রিপোর্টার

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে অবৈধ মাদকদ্রব্য ১শ’ পিস ইয়াবা ট্যবলেট সহ মো: বশির ফকির (৩২) কে আটক করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১ টার দিকে সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল ব্রীজ উপর থেকে তাকে আটক করা হয়।

এসময় বশির ফকিরের সাথে থাকা ১০০ (একশ) পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়বার বাজার মূল্য অনুমানিক ত্রিশ হাজার টাকা।

বশির ফকির ওই একই এলাকার আ: বারেক ফকিরের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরীরখাল এলকায় অভিযান চালিয়ে বশির ফকিরকে হাতেনাতে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেটসহ আটক করা হয়।

আটককৃত বশির ফকিরের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বরগুনা জেলায় ডিবি পুলিশের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ইতোমধ্যে জেলা ডিবি পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম খান মাদ্রক নিয়ন্ত্রণে কর্মক্ষেত্রে পুরষ্কার ও জেলার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.