ঈদের খুশি ভাগাভাগি করে নিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যা ছড়িয়ে পড়ুক সকল মুসলিমের ঘরে ঘরে। এমন প্রত্যাশা নিয়ে বরগুনা স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন ৬০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল দশটার দিকে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বনামধন্য এনজিও সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মদ বায়েজিদ হোসেন রুবেল তালুকদার।ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর সভাপতি তুষার আবদুল্লাহ।

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, মুসলিম জাতির সবথেকে দুটি বড় আয়োজন হয়ে থাকে, যার একটি হল ঈদ-উল-ফিতর ও অন্যটি ঈদ-উল-আযহা।

আর ঈদ উল ফিতরের আয়োজন হয়ে থাকে দীর্ঘ ৩০ টি রোজার মধ্য দিয়ে। যা শুধু মহান রাব্বুল আলামীনের খুশির জন্য মুসলিম নর-নারী রোজা রাখেন। দীর্ঘদিনের রোজার পরিসমাপ্তি ঘটে ঈদের আনন্দ দিয়ে। আর এ আনন্দ ও খুশি কে ভাগ করে নিতে আমাদের ক্ষুদ্র আয়োজন।

তিনি আরো বলেন, আমাদের ফাউন্ডেশনটি এভাবেই দুস্থ অসহায় ও গরীব মানুষের পাশে থেকে কাজ করে যাবে নিরলস।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.