অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতিরচেয়ারম্যান মতিয়ার ও সা. সম্পাদক মোখলেছুর

ফয়সাল আহম্মদ, স্টাফ রিপোর্টার 

বরগুনা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৩ এ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মোখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন। মতিয়ার-মোখলেছুর ও রফিকুল-শাহ আলম দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মতিয়ার-মোখলেছুর প্যানেল বিপুল ভোটে বিজয়ী হন।

গত সোমবার (২০ মার্চ) বরগুনার শহীদ স্মৃতি সড়কে অবস্থিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও সুচারুরুপে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনিরুল ইসলাম, নির্বাচন কমিশনার আলী আকবর ও মো. মতিয়ার রহমানের নেতৃত্বে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক আঃ হাকিম।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোট গ্রহনে মোট ৭০৩ ভোটের মধ্যে ৩৮১ ভোট কাস্ট হয়। এর মধ্যে নির্বাচিত ব্যক্তিরা হলেন- চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম মন্টু ১৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আঃ জলিল খান ৩২৮ ও মোঃ জয়নাল আবেদীন ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ দেলোয়ার হোসেন ২৪ ও এ,বি,এম শাহ আলম আখন্দ ২৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহ আলম মিয়া ১৬ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক ৩৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোঃ সোহরাব হোসেন ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আবদুল হক ৩৪ ভোট পান। যুগ্ম কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ সালাম ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোসাঃ দেলোয়ারা বেগম ২০ ভোট পান।

এছাড়া মোঃ আঃ মতিন ৩২৬, মোঃ আউয়াল ২৯৬, মোসাঃ আবিদা সুলতান ২৯০, আলহাজ্ব জিয়া উদ্দিন মাহমুদ ৩০১, মোঃ নুব উদ্দিন আহমেদ ২৯৭, বেনী মাধব চক্রবতী ২৭২, মোস্তফা বিল্লাহ ২৭২, মোঃ মহসিন উদ্দিন ২৭২, আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম ২৯৭ ও মোঃ শাহ্জাহান সিকদার ২৮০ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট্য এ কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৫ সাল মোট তিন বছর বরগুনা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সকল দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করবেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.