তালতলীতে ফসলের যাকাত (ওশর) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ জাহিদুল ইসলাম (বেলাল)

বরগুনার তালতলীতে শতাধিক ইমাম ও খতীবদের নিয়ে ওশর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্কাউট জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আঃ সত্তার।

ছোটবগী ইসলামী যুবকল্যাণ সংঘ’র ছোটবগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন (পনু) এর সন্ঞ্চালনায় সোমবার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে ছোটবগী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে দরিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ওশর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা সোবাহানবাগ জামে মসজিদ’র খতিব শাহ্ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।

ওর হল আল্লাহর ফরজ হুকুম, যা মানু্ষ আদায় করেনা। এটিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই আজকের এ আলোচনা সভার আয়োজন। ওশর ও যাকাত ভিত্তিক সমাজ ব্যাবস্থা চালু হলে সমাজে কোন দরিদ্র থাকবেনা।

এতে প্রধান আলোচক ছিলেন- বিশিষ্ট অর্থনীতিবিদ,ও কলামিস্ট ড. মোঃ মিজানুর রহমান। বিশেষ আলোচক ছিলেন- ওশর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডা.মোশতাক আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তীবর্গ।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.