‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে আন্তরিক ও ধৈর্য্য আবশ্যক’

সিনিয়র রিপোর্টার

‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা।

সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী হাবিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাঁসি, ডাক্তার সামসুদ্দোহা শামস, বর্ণা তরুনিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফোরকান আহমেদ, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, সদস্য আতিকুর রহমান সাবু প্রমুখ।

ডাক্তার তাসকিয়া সিদ্দিকা বলেন, আল্লাহর রহমতে ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সেবা প্রদানকারী এবং সেবা গ্রহনকারীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বরগুনা জেনারেল হাসপাতালে আমাদের জনবল সংকট সহ অনেক সীমাবদ্ধতা আছে। এরমধ্যে আমরা সেবাদানকারী এবং সেবা গ্রহীতারা যদি ধৈর্য্য আর আন্তরিক থাকি তাহলে সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। তাই সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে আন্তরিক ও ধৈর্য্য আবশ্যক।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিকার ফোরামের ব্যানারে সংক্ষিপ্ত র‍্যালী অনুষ্ঠিত হয়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.