পাথরঘাটায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার:

পাথরঘাটার হাতেমপুরে সংগ্রাম’র আয়োজনে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় সোমবার (২৯ এপ্রিল) সংগ্রাম হেল্থ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্যাম্পে ২০১ জন রোগীর চক্ষু সেবা প্রদান করা হয়। এ সকল রোগীদের মধ্যে ৫৮ জন সানি, ১১ জন নেত্রনালী এবং একজন রোগীর চোখে মাংস বৃদ্ধির জন্য বিনামূল্যে অপারেশন করার উদ্যোগ গ্রহণ করা হয়। এ সকল রোগীদের বরিশালস্থ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এসকল রোগীদের চিকিৎসা প্রদান করেন- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডা. বেনজির বুশরা। চক্ষু ক্যাম্পের ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ক্যাম্প সুপারভাইজার কাজী মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদার।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.