বরগুনার পাথরঘাটায় জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

বরগুনার পাথরঘাটায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটি সুইডেন সরকার এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)।

এ বিষয়ের উপরে পাথরঘাটার উপজেলা পরিষদ’র সম্মেলন কক্ষে গত বুধবার এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

এসময় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, এনএসএস’র পরিচালক (প্রোগ্রাম) মো: শহিদুল ইসলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর তাজমেরী জাহান লিখন, প্রজেক্ট অফিসার মো: মিরাজ হোসেনসহ স্থানীয় সরকারি ও বেসরকারি দপ্তর’র কর্মকর্তাগণ। সভার মাধ্যমে সকলকে এ প্রকল্পের কার্যক্রম নিয়ে বিভিন্ন ধারণা প্রদান করা হয়।

এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় উপজেলা পাথরঘাটায় নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্পটি উপজেলার চরদুয়ানী ইউনিয়ন ও কাঠালতলী ইউনিয়নে আগামী তিন বছরের অধিক সময় জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.