নওগাঁয় অবৈধভাবে ডিজেল মজুদ করায় জরিমানা গুণলেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার
নওগাঁর বদলগাছীতে অবৈধ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কোলাহাট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ।

অভিযান পরিচালনা করেন নওগাঁ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে ৮ হাজার লিটার ডিজেল মজুদের দায়ে আলহেরা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৭ কার্য দিবসের মধ্যে তেলের মজুদ লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স করার জন্য আদেশ দেওয়া হয়।

এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মা-বাবা কসমেটিকসকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মা-বাবা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.