ট্রলি ও ইজিবাইকের প্রতিযোগিতায় চালক নিহত


জাহিদুল ইসলাম মেহেদী


বরগুনা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত ইজিবাইকের গতি প্রতিযোগিতা করতে গিয়ে ট্রলি উল্টে সবুজ (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

নিহত সবুজ একই উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের নিজাম মিয়ার ছেলে সবুজ।

জানা গেছে, ঘটনার দিন সকালে বরগুনা-বরিশাল মহাসড়কের গৌরিচন্না বাজার এলাকায় ট্রলি ও ইজিবাইকের দুই চালকের গতি প্রতিযোগিতায় মেতে উঠে। এ সময় ট্রলিচালক সবুজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পরই গতি প্রতিযোগী অটোরিকশাটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, নিহত সবুজের বাবা বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) কাছে ময়নাতদন্ত না করার সুপারিশ আনার কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.