চড়ুইভাতি উৎসবে বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগ

স্টাফ রিপোর্টার

চড়ুইভাতি উৎসবে মেতেছিল বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ যেনো এক মহা উৎসবের আমেজ। জীর্ণ শরীরে রস ফেরাতেই এ আয়োজন করেছে বরগুনা সরকারি কলেজের ইংরেজি বিভাগ এবং পাঠক ও আত্মোন্নয়ন মঞ্চ।

গত শনিবার (২৬ নভেম্বর) বরগুনা সরকারি কলেজের মাঠে দিনব্যাপী ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ আয়োজনে ইভেন্টের মধ্যে ছিলো : কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ও নানা ধরনের খেলাধূলা।

চড়ুইভাতি উৎসবে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমন ভিন্ন আয়োজনের কারন জানতে চাইলে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব মোঃ হাফিজুল হক জানান, শিক্ষার্থীদের মাঝে আনন্দ সঞ্চার ও তাদের ক্লাসমুখী করার প্রয়াস নিয়েই এই আয়োজন। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও হৃদ্যতা তৈরি হবে।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমৃদ্ধি আনয়নে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। কাঙ্খিত মাত্রায় মনোজাগতিক উন্নতি ও উৎকর্ষ সাধনই শিক্ষার লক্ষ্য। বিদ্যায়তনে আনন্দ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করে। তাদের শিক্ষাঙ্গনমুখী করে তোলে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.