কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন সংক্রান্ত দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নলটোনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন সংক্রান্ত জেলা পর্যায়ে দিবার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা সিবিডিপি, ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৭ জুন) বিকাল ৫ টার দিকে বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক

সিবিডিপি’র নির্বাহী কমিটির সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জনশীল এর সভাপতিত্বে ও সিপিডিপির নির্বাহী পরিচালক সাংবাদিক জাকির হোসেন মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মনির হোসেন কামাল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, বুড়িরচর কে এম জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিন ছবি, সংগ্রামের সহকারি পরিচালক (প্রোগ্রাম) এ এন এম আশরাফ উদ্দিন, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ প্রমুখ।

দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে ১২ থেকে ১৮ বছরের শিশু এবং ১৮ থেকে ২৪ বছরের যুবদের সুরক্ষা নিয়ে কাজ করা এবং প্রজনন স্বাস্থ্য কৈশোর কালীন স্বাস্থ্য সেবা বিষয়ে যে হুমকি থাকতে পারে সেটি বিভিন্ন ফাইন্ডিং খুঁজে বের করে তার গ্রহণযোগ্য একটি সমাধান বের করা এই কার্যক্রমের উদ্দেশ্য।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.