ইভটিজিংয়ের দায়ে সোহাগের ৩৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

বরগুনায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত ওই যুবককে।

শনিবার (২৮ মে) সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে বরগুনা পৌর শহরের আদর্শ স্কুলের সামনে স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে সোহাগ নামের ওই ইভটিজারকে আটক করে রাখে।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ভূমি) নিজাম উদ্দিন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত সোহাগকে ৩৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার মৃত. আঃ রশিদের ছেলে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.