আইন মেনে হোটেল মালিক ও মাংস বিক্রেতাদের ব্যবসা করার নির্দেশনা বরগুনা জেলা প্রশাসনের

সিনিয়র রিপোর্টার :

রমজান মাস সিয়াম সাধনার মাস। এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সকলের। তাই নিজেকে যেমনি সংযত রাখতে হবে, ঠিক তেমনি ব্যবসা করতে হলেও সংযত হয়ে আইন মেনে ব্যবসা করতে হবে। একই সাথে পরিপাটি ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে হোটেল মালিক ও মাংস বিক্রেতাদের নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে হোটেল মালিক ও মাংস বিক্রেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। একই সাথে আইন এর ব্যত্যয় ঘটালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর হতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা ভেটোনারী কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর’র বরগুনার সহকারী পরিচালক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, পৌর স্যানিটারি ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.