স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার শহরতলীতে অবস্থিত সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর উদ্যোগে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ মার্চ) বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের গোলবুনিয়া-বড়ইতলা এলাকায় অবস্থিত সুরঞ্জনা ইকো রিসোর্টে চিকিৎসা সেবা প্রদান করেন বরিশাল আই.এইচ.টি এর সাবেক অধ্যক্ষ মেডিসিন, গাইনী ও ডায়াবেটিস রোগের চিকিৎসক আলহাজ ডাঃ মোঃ জাফর আলী খান।
সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর উপদেস্টা ও বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, সুরঞ্জনা রিসোর্ট এলাকায় বসবাসরত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে একদিনের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অর্ধশতাধিক দরিদ্র মানুষকে এ সেবা দেয়া হয়। ভবিষ্যতেও সুরঞ্জনার উদ্যোগে এমন সেবা অব্যাহত রাখা হবে।
বরিশাল আই.এইচ.টি এর সাবেক অধ্যক্ষ মেডিসিন, গাইনী ও ডায়াবেটিস রোগের চিকিৎসক আলহাজ ডাঃ মোঃ জাফর আলী খান বলেন, আমি আমার চাকরী জীবনের বিভিন্ন সময়ে মানবিক ভাবনা থেকে অসংখ্য গরীব ও অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে এসেছি। আমার ভাল লাগে আমার নিজ জেলার মানুষের পাশে থাকতে পেরে। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।