“যানজট ও শব্দ দূষণ প্রতিকার বিষয়ে সংলাপ” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের ব্যবস্থাপনায় ও বরগুনা পৌরসভার সহযোগিতায় “যানজট ও শব্দ দূষণ প্রতিকার বিষয়ে সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনা পৌরসভা মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাচান ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস।

সংলাপে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মুশফিক আরিফসহ রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, বাস, ট্রাক, মিশুকসহ বিভিন্ন যানবাহন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.