মঠবা‌ড়িয়ায় অ‌তি‌রিক্ত দামে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় তিন ব্যবসায়ীকে জ‌রিমানা

মোস্তাফিজ বাদল, মঠবাড়িয়া

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার সাপলেজা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী কর্মকর্তা শেখ এহসান কবির।

জানা গেছে, উপজেলার সাপলেজা বাজারের ব্যবসায়ি গৌতম পাল, নূরুল হক, শান্তি সাহা বর্তমান সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারনে কৃত্তিম সংকট সৃষ্টি করে চড়া মূল্যে তেল বিক্রি করছিলো।

এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি কারায় গৌতম পালকে ২৫ হাজার, নূরুল হককে ৫ হাজার ও শান্তি সাহাকে ৩ হাটার টাকা জরিমানা করেন। তাদের মজুদ কারা তেল জব্দ করে ন্যায্য মূলে সাধারণ মানুষের মাঝে বিক্রি করেন।

পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মজুদ করা সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় তিন দোকানিকে ৩৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ অভিযান অব্যহত থাকবে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.