বরগুনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার

বরগুনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা।

“মাদক সেবন রোধ করি” সুস্থ সুন্দর জীবন গড়ি”, এই স্লোগানে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ বরিবার (২৬) জুন সকাল ১০টায় র‌্যালি করা হয়েছে।

র‍্যালি শেষে কলেজের মিলানায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে হলে প্রথমে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে। মাদক শুধু এক জন ব্যক্তি নয়, একটি পরিবার, সমাজ এমনকি সমগ্র দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাই মাদক নির্মূলে অভিভাবকদেরও সতর্ক দৃষ্টি রাখতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যে যেখানে আছে সেখান থেকেই কোন মাদকসেবী বা মাদক বিক্রেতার সন্ধান পেলে 999 ফোন দিয়ে পুলিশকে তথ্য জানাতে হবে। একই সাথে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে বরগুনাকে মাদক মুক্ত করার আশ্বাস প্রদান করা হয়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.