বরগুনায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটি’র হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য করেন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাঃ শেখ আসেফ ইবনে ইদ্রিস, শাহ কেরামত আলী জৌনপুরী জামে মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা ইব্রাহীম খলিল ও জেলা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি সুখ রঞ্জন শীল।

এছাড়াও আলোচনা করেন, পুলিশ লাইন জামে মসজিদ’র খতিব মাওলানা ইউসুফ শরীফ, সদগায়ে জারিয়া মডেল মাদ্রাসা’র মুহতামীম ক্বারী সিরাজুল ইসলাম।

দি হাঙ্গার প্রজেক্ট এর বরগুনা জেলা কো-অর্ডিনেটর সজিব হোসেন’র সঞ্চালনায় দি হাঙ্গার প্রজেক্ট এর চলমান কর্মসূচি কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর বরিশাল অঞ্চলের এরিয়া কো অর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) মাহাদী তানভীর।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য লিখিত আকারে পেশ করেন। যা দি হাঙ্গার প্রজেক্টের কর্ম ক্ষেত্রে সহযোগিতা করবে বলে মনে করেন সংস্থাটি।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.