প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার বরগুনার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ

আহত অবস্থায় বরগুনার মেয়র মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ| রিপোর্টারঃ এমে.এস রিয়াদ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর আগমন অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে বরগুনার পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন আহত হয়। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরীঘাটের দিকে যাচ্ছিলো পৌর মেয়রকে বহনকারী গাড়িটি। গাড়িটি মস্তুকটানা এলাকায় আসলে দুইজন বাইসাইকেল আরোহী রাস্তার মধ্যে চলে আসে। তাদেরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের একটি খালে পরে যায়। গুরুতর আহত অবস্থায় মেয়র ও তার সফরসঙ্গীদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কামরুল আহসান মহারাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসানুর রহমান জন, নাঈম হোসেনসহ কয়েকজন বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রোগ্রামে অংশগ্রহণ করতে মেয়র মহোদয়ের সাথে কলাপাড়া যাচ্ছিলাম। আমাদের গাড়িবহর ইটবাড়িয়ার মস্তকটানা এলাকায় আসলে মেয়রের গাড়িটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পরে যায়। বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান বলেন, মেয়র মহোদয়কে আমি আর সহকারী সার্জন মাহবুব দেখেছি। মহারাজের কলার বন্ড ভেঙে গিয়েছে, চোখেও আঘাত লেগেছে। এক্সিডেন্টের সময় তার বুকে ভীষন চাপ লাগে, তাই তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক মেয়রকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছি। তার সাথে থাকা বাকিরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.