জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

সানাউল্লাহ্ রেজা সাদঃ “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় মুজিববর্ষে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২” উপলক্ষ্যে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাজমুল হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমূখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া করেন।

মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.