তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে মারধর: আহত-৩

আবুল হাসান


বরগুনার তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে মোটরসাইকেলের হাইড্রলিক রড দিয়ে এমাদুল সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এমাদুলকে গুরুতর আহত অবস্থায় তালতলী এ্যাপোলো হাসপাতালে নিলে তার অবস্থা আশংকা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

জানা গেছে, গত বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হাওলাদারের ছেলে এমাদুল (৩৫) তাদের পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গেলে ওই সময় তেঁতুলবাড়িয়া এলকার বাবুল (৩৮) হিরন (৩৫) সোলায়মান (৩০) সহ ১০-১৫ জন লোক এসে জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের হাইড্রলিক রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থরে পুলিশ এসে উদ্ধার করে তালতলী এপোলো হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে এমাদুলকে গুরুতর আহত অবস্থায় আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা গেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা ৯৯৯ এ কল করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এমাদুলকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.