স্টাফ রিপোর্টার
‘বিচারপ্রার্থীদের আদালতে বিচার চাইতে এসে বিশ্রামের সুনির্দিষ্ট জায়গা না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয় বিষয়টি তুলে ধরেন। এরই ফলশ্রুতিতে সারা বাংলাদেশের ন্যায় ‘এ’ এবং ‘বি’ গ্রেডে তৈরি হতে যাচ্ছে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার। ‘
‘এ বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যানটিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ‘ন্যায়কুঞ্জের’ সুবিধা পান; সেটা নিশ্চিত করতে হবে।’
‘প্রস্তাবিত এ প্রকল্পের মোট প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি ২৫ লক্ষ টাকা। আইন ও বিচারবিভাগ এর মধ্যমেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) প্রাপ্ত বরাদ্দ হতে দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে “ন্যায়কুঞ্জ” নামে বিচার প্রার্থী বিশ্রামাগার নির্মাণ প্রকল্প এর ব্যয় নির্বাহ করা হবে।’
‘বিভিন্ন জেলার সেবা গ্রহীতাদের চাহিদা অনুযায়ী এই প্রকল্পটিকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে তৈরি হবে এক হাজার বর্গফুট ও টাইপ ‘বি’ ক্যাটাগরিতে তৈরি হবে ৮০০ বর্গফুট আয়তনের “ন্যায়কুঞ্জ”।’
বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য এক হাজার বর্গফুট আয়তনের নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন’র ফলক উন্মোচনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সেলিম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শুক্রবার (২ জুন) সকাল ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন করেন তিনি।
ফলক উন্মোচনের পরে জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের জগন্নাথ পাঁড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান’র সভাপতিত্বে ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম এর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় বক্তৃতা করেন- পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) ফয়সাল আহমেদ, পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, জেলা বার’র সভাপতি অ্যাড. মোঃ আক্তারুজ্জামান বাহাদুর, পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার।
এসময় জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মোঃ মশিউর রহমান খান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসসহ বিচার বিভাগের বিজ্ঞ বিচারক, অ্যাডভোকেট, গণমাধ্যমকর্মী এবং বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিচারপতি মোঃ সেলিম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে বরগুনা সার্কিট হাউজে পৌঁছালে প্রেসক্লাব ও উকিল বার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।