সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন


পাথরঘাটা প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে রোববার (১৭ জুলাই) বেলা ১১টায় মানববন্ধন করেছেন ‘পাথরঘাটা সাংবাদিক সমাজ’র ব্যানারে স্থানীয় সংবাদকর্মীরা। পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে পাথরঘাটায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।

 পাথরঘাটা প্রেসকাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, সাংবাদিক ইমাম হোসেন, আমিন সোহেল, শফিকুল ইসলাম খোকন, ইমরান হোসাইন, তরিকুল ইসলাম রাকিব, সুমন মোল্লা ও এস এম জসিমসহ পাথরঘাটা প্রেসক্লাব ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।       
 এসময় বক্তারা দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

 গত ১৩ জুলাই ‘মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে ৪০টি পরিবারের ঈদ উৎসব মøান’ শিরোনামে একটি সংবাদ একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে ভবনের মালিক মনির হোসেন ওই দিন রাতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শাকিল আহমেদকে প্রানণাশসহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এঘটনায় সাংবাদিক শাকিল ভবন মালিক মনিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেন। এতে মনির আরো ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে ওই সাংবাদিকের বাস ভবনের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টা চালায় এবং হত্যার হুমকি দেয়।
Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.