বেতাগীতে ৭১ টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বেতাগী প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলায় ৭১ টেলিভিশনের বরগুনার জেলা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে এবং এ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ।

আজ রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেতাগী রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেতাগী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাইয়ুম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বেতাগী প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, বেতাগী প্রেসক্লাবের অর্থ সম্পাদক রেজাউল কবির জুয়েল, প্রথম আলো’র বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক, ৭১ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু, বরগুনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম মান্নু, ফোরামের সভাপতি শাহ আলম রুবেল, সম্পাদক হৃদয় হোসেন মুন্না, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ফসল পাটোয়ারী, কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমাড় ঢালী, যুগান্তরের মির্জাগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন, বেতাগী প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.