বরগুনায় এনটিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ

কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মনির হোসেন কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিপির দেশসেরা স্বেচ্ছাসেবক ও বিশিষ্ট উন্নয়নকর্মী জাকির হোসেন মিরাজ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়। এনটিভির বরগুনা স্টাফ করেসপন্ডেন্ট ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজসহ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.