মো: সানাউল্লাহ্ রিয়াদ :
নবম পে-স্কেলসহ ছয় দফা দাবি পূরণে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবী ফোরামের নেতৃবৃন্দ দাবি জানিয়ে আসছে বহু বছর ধরেই। দাবি পূরণ না করায় বুধবার (২৪ এপ্রিল) সকালে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বরগুনা জেলার ১১ থেকে ২০ গ্রেডেরে সরকারি চাকুরিজীবী ফোরামের নেতৃবৃন্দ।
তারা স্মারকলিপিতে বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, শতভাগ পেনশন প্রদান সহ কাজের ধরন অনুযায়ী পদ, নাম ও গ্রেড পরিবর্তণ এর কথা উল্লেখ করেন।
দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করবেন। যদি উল্লেখিত দাবি আদায় না হয় তাহলে আগামী ৬ জুন জাতীয় প্রেসক্লাবে একই দাবিতে মানববন্ধন করবে সংগঠনটি।
গতবছর মহাসমাবেশের ডাক দিয়েও সরকারের বিশেষ অনুরোধে নির্বাচন পূর্ব বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি প্রত্যাহার করে নেন সংগঠনটি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পে-স্কেলের বিষয়টি উল্লেখ থাকায় সরকারের এই ইশতেহারের বাস্তাবয়ন চায় ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবী ফোরামের নেতৃবৃন্দ।
দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির এ বাজারেও গত ৯ বছর ধরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের বৈষম্যের বেড়াজালে আটকে রাখা হয়েছে।
১১ থেকে ২০ গ্রেডেরে সরকারি চাকুরিজীবী ফোরামের বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মোঃ এনামুল কবির ও মোঃ নাসিরুজ্জামান বলেন- সব ধরণের বৈষম্য থেকে আমাদের মুক্তি দিতে হবে। একই সাথে আগামী ৬ জুন মানববন্ধন করার আগেই সরকার পে-স্কেলসহ ছয় দফা দাবি পূরণ করবে বলে আমরা বিশ্বাস রাখি। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির এ বাজারে আমাদের সংসার চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আশা করি অচিরেই এই সমস্যার সঠিক সমাধান মিলবে।