জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে চিঠি লেখাকুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে চিঠি লেখা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের আয়োজনে শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ শেষে ১৫ আগস্ট শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সহকারী পরিচালক মাহবুবুর রহমান মিলন।

যুব প্রধান মেহেদী হাসান মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুল মোতালেব মিয়া।

জনসংযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সজিব হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার ৪ নং কেওরাগুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জীবন ইতিহাস থেকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইউশা ফাহরিন ১ম, যুব সদস্য মোঃ সফিকুল ইসলাম ২য় ও যুব সদস্য মোঃ জাকারিয়া ৩য় স্থান অধিকার করেন।

অন্যদিকে, “বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখা” প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে- এভারগ্রীন পাবলিক মডেল স্কুলের শিক্ষার্থী সুহা জামান, লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা: হিমি আক্তার ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহনাজ। এরা পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

এছাড়াও এই একই প্রতিযোগিতায় এভারগ্রিন পাবলিক মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জিনিয়া আক্তার শাওফা, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইউশা ফাহরিন, লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হাবিবা, বরগুনা মাইঠা মাধ্যমিক বিদ্যালয় এর তাহিরা, ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় এর তানভীর, আলহাজ্ব আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের উম্মে নাফিছা আশা, বরগুনা মডেল স্কুল এন্ড কলেজের কামরুন নাহার, পুলিশ লাইন হাইস্কুলের ফারজানা আক্তার বুশরা, বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর মোসা: মারজিয়া, বরগুনা আইডিয়াল কলেজের মিতু অধিকারী, গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নাভা ইসলাম, কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তাসনিম, কড়ইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কোয়েল, সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোসাঃ রিক্তা আক্তার, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের তন্নী, বরগুনা ডি.কে.পি. মাধ্যমিক বিদ্যালয়ের রিয়া মনি ও বরগুনার রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের সাদিকা ইসলাম নাবিলা বিজয়ী হয়েছেন।

চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হল- চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিফ্ফাত আজমী রুকু, সানবীম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের মোহসিনা আঁচল রিমঝিম ও একই বিদ্যালয়ের তীব্র হাজরা।

অপরদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী হলো- সানবীম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের মোসা: আবিদা আউয়াল, বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসলিম তাহিরা ও ক্যালিক্স একাডেমীর তাহলিল আলিফ।

প্রতিযোগিতায় প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.