স্টাফ রিপোর্টার :
বরগুনার স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম’র আয়োজনে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজ (পেস)’র আওতায় “ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন বিষয়ক উপ প্রকল্প” এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সার্বিক সহযোগিতায় ও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি)’র বাস্তবায়নে এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মে) সকাল ১০ টার দিকে শহরের শহীদ স্মৃতি সড়কে সংগ্রাম প্রধান কার্যালয়’র হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশার উদ্বোধন ঘোষণা করেন- অনুষ্ঠান’র প্রধান অতিথি সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোঃ মাসুম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক’র দায়িত্ব পালন করেন- সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার। এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সহকারী পরিচালক এ এন এম আশরাফ উদ্দিন, প্রকল্পটির প্রকল্প ম্যানেজার মোঃ আল-আমিন, মিডিয়া অফিসার মো: সানাউল্লাহ রিয়াদ।
এসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন- সংগ্রাম’র উপনির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মাদ মঈন।
এ প্রশিক্ষণে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহন করেন এবং তাদের উদ্যোগে তৈরি উৎপাদিত পণ্যের গুণগতমান নিয়ে আলোচনা করেন। একই সাথে নিজেদের তৈরি পণ্য আরও প্রচার ও প্রসার করতে কেবল দেশই নয়, বরং বিদেশেও রপ্তানী করতে চান এসকল নারী ও পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তাগণ।
ইতোমধ্যে, এন এস হেয়ার সলিয়েশন নামে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইসরাত জাহান নিপার তৈরি তেল দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশেও অনলাইনের মাধ্যমে বিক্রি করার গল্প ব্যক্ত করেন তিনি।
সংগ্রাম’র এমন প্রকল্পকে সাধুবাদ জানান প্রত্যয় ব্যক্ত করা ক্ষুদ্র উদ্যোক্তাগণ। তারা বলেন- এ ধরণের সহযোগিতা পেলে ক্ষুদ্র প্রয়াসে তৈরিকৃত উদ্যোগগুলো বৃহৎভাবে তৈরি করা সম্ভব হবে। তবে এমন প্রকল্প দীর্ঘমেয়াদী হওয়া সময়পোযোগী দাবী।