‘সংগ্রাম’র কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি জাহাঙ্গির হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান


স্টাফ রিপোর্টার :

১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর সুদীর্ঘ ৩৭ বছর ধরে অত্যন্ত সুনাম’র সাথে সর্বদক্ষিণের প্রান্তিক জনপদ’র গরীব, অসহায়, দুস্থ মানুষদের জীবনমানের উন্নয়নের ব্রত নিয়ে স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থসহ বিভিন্ন খাতে এ অঞ্চলের মানুষের ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)। বরিশাল বিভাগ’র এই সনামধন্য এনজিওটির গত সোমবার (১৫ মে) সকাল ১০ টার দিকে জেলার শহীদ স্মৃতি সড়কে সংগ্রাম প্রধান কার্যালয়ের হল রুমে বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বক্তব্য রাখছেন সংগ্রাম কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম।

সংগ্রাম’র মিডিয়া অফিসার মো: সানাউল্লাহ রিয়াদ’র পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত’র মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর প্রথমেই বার্ষিক সাধারণ সভা শুরু করা হয়। বার্ষিক এ সাধারণ সভায় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। বার্ষিক সাধারণ সভায় সংগ্রাম’র গত আর্থিক বছরের আয়-ব্যয়, অগ্রগতি ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক। বর্তমান কমিটির সভাপতি মো: জিয়াউল করিম’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মো: মাসুমসহ কার্যনির্বাহী পরিষদ’র সম্মানিত সদস্যবৃন্দ।

প্রথম পর্বের সমাপ্তির পর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো: ইদ্রিসুল আলম নির্বাচন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়’র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সাবেক সভাপতি আলহাজ্ব আবদুর রব ফকির অনুষ্ঠিত নির্বাচন এর ফলাফল ঘোষণা করেন।

বক্তব্য রাখছেন নির্বাচনকালীন পর্যবেক্ষক ঢাকা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান।

এসময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা সমাজসেবা অধিদপ্তর’র সহকারী পরিচালক মো: জিয়াউর রহমান, বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তর’র উপ পরিচালক মো: শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজি:) মো: মিজান সালাউদ্দিন। নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে নির্বাচন কমিশনার অন্বেষা সোসাইটি’র নির্বাহী পরিচালক এবং বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম’র সহ-সভাপতি মোঃ সামসউদ্দীন খান ও পাথরঘাটা ডিগ্রী কলেজ’র অধ্যাপক মাহমুদুল করিম দায়িত্ব পালন করেন।

২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট তিন বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন, সহ-সভাপতি চৌধূরী মরিয়ম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সদস্য আঃ রব, মোসাঃ ফেরদৌসি, মোঃ আনোয়ার হোসেন ও মোসাঃ জাকিয়া বেগমকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এরা আগামী ১৩ জুন থেকে দায়িত্বভার গ্রহন করবেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.