২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে বরগুনায় স্বেচ্ছাসেবক লীগ’র মানববন্ধন

সিনিয়র রিপোর্টার :

২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় স্বেচ্চাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারিসহ ২৪ জন নেতাকর্মী মারা যান। 

সোমবার (২১ আগস্ট) সকালে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচার কার্যকর করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক সংগঠনিক সম্পাদক বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সিদ্দিকুর রহমান, বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখ রঞ্জন রায়।

প্রতিবাদ সমাবেশ সমাপনী বক্তব্যে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন বলেন, ২১ আগস্টের নারকীয় হত্যাকান্ডের মদদদাতা খুনিদের বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি জামাত যদি বরগুনার রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাদের রাজপথে প্রতিহত করবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.