বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানালেন বরগুনার প্রতিবন্ধীরা

স্টাফ রিপোর্টার
বরগুনায় ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে বরগুনা পৌরসভার নাথপট্টি লেকে বিভিন্ন বয়সের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা কেককেটে ও মিষ্টি মুখ করে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

এসময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, খেলাঘর সম্পাদক মুশফিক আরিফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক জয়দেব রায়, দৈনিক সৈকত সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মালেক মিঠু, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মো: সানাউল্লাহ্ রিয়াদ, বাংলানিউজ প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদি, সাংবাদিক আসাদ তালুকদার, অলিউল্লাহ ইমরান, মোঃ ইব্রাহিম, ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশনের সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা প্রমুখ।

প্রতিবন্ধীদের নেতা শাহিন মল্লিক বলেন, আমরা সমাজের অবহেলিত অংশ। ভালো কোন কাজে কেউ আমাদেরকে ডাকে না। আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের প্রতিবন্ধীদের যে সম্মান দেয়া হয়েছে তাতে আমরা আনন্দিত। তাই বরগুনার সকল প্রতিবন্ধীদের পক্ষ্য থেকে আন্তুরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ প্রতিদিনের ব্যাতিক্রমী আয়োজনের প্রশংসা করে অধ্যাপক রফিকুল ইসলাম টুকু বলেন, বসুন্ধরা গ্রুপ যে সমাজের অবহেলিতদের পাশে আছে, বাংলাদেশ প্রতিদিনের আজকের আয়োজনে আবারও তা প্রমাণিত হলো। পাঠকের শীর্ষে থাকা এই দৈনিক পত্রিকার আরও সমৃদ্ধি কামনা করছি।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.