সিনিয়র রিপোর্টার
বৈশ্বিক উষ্ণতায় তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র দেশ। হাপিয়ে উঠছে জনজীবন। নিয়মিত হিট স্টোক এর ঘটনা ঘটছে প্রতিদিন। যার বেশিভাগ নিম্ম আয়ের শ্রমিক। চাইলেও তারা বিশুদ্ধ পানির যোগান দিতে পারছে না কর্মক্ষেত্রে। তাদের বেশিভাগই জানেন না কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন প্রাকৃতিক এই সংকটে।
সেইসব খেটে খাওয়া মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং তীব্র তাপদাহে সৃষ্ট সংকটে এসএসি ব্যাচ ২০০৬, বরগুনা জেলার উদ্যোগে ২৭ ই এপ্রিল বরগুনা শহরের গুরুত্বপুর্ন সড়কে সৌহার্দ্য, সম্প্রীতি, মানবতার সেবায় মানুষের পাশে স্লোগানে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
আয়োজকরা বলছেন আমাদের পৃথীবি নিরাপদ রাখার দায়িত্ব আমাদের । আমাদের চারপাশে সকল মানুষ নিয়েই আমাদের সমাজ । তাপদাহের এমন পরিস্থিতিতে সবুজায়নে সচেতনতা বৃদ্ধি ও বিশুদ্ধ পানি খাবার স্যালাইন, নিরাপদ ছায়া নিরাপত্তা দিতে পারে অনেকটাই।সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
আমরা আমাদের অবস্থান থেকে সব সময়েই দুর্যোগে বিপাকে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আগামীতেও যা চলমান থাকবে।