প্লাবিত তালতলীতে বিশুদ্ধ পানি ও খাবার সংকট

আবুল হাসান
বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়ীয়ায় ভাঙা বাঁধ দিয়ে এখনও ঢুকছে জোয়ারের পানি। বৃহস্পতিবারের (১৪ জুলাই ) তুলনায় শুক্রবার (১৫ জুলাই) নদীর পানি বেড়েছে আরও এক সেন্টিমিটার। বর্তমানে নদীগুলোতে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে প্লাবিত হওয়া গ্রামে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

শুক্রবার সকাল থেকে বিশুদ্ধ পানির খোঁজে গ্রামের পর গ্রাম ছুটতে দেখা গেছে মানুষকে। অধিকাংশ টিউবয়েল পানির নিচে তলিয়ে থাকায় উচু স্থানের টিউবয়েল থেকে পানি সংগ্রহ করতে দেখা গেছে।

তেতুলবাড়িয়া গ্রামের শামসুল হক জানান, জোয়ারের পানি নামতে না নামতেই আবারও পানি বাড়তে শুরু করেছে। অধিকাংশ টিউবয়েল পানিতে তলিয়ে যাওয়ায় সেগুলোতে লবণ পানি ঢুকেছে। তাই খাবার পানির সংকট দেখা দিয়েছে।

জয়ালভাংগা গ্রামের তাসলিমা আক্তার বলেন, চুলা পানিতে তলিয়ে যাওয়ায় চারদিন ধরে রান্না বন্ধ। শুকনো খাবার যা ছিলো তাও শেষ। এখন খাবারের সন্ধানে সবাই ছুটছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপকারী মাহাতাব হোসেন জানান, পানি আরও বেড়েছে। বৃহস্পতিবার খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও শুক্রবার তা ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তালতলী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ জানান, পানি না কমা পর্যন্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না। পানি কমলেই ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর জানান, এখন পর্যন্ত ১০৭ পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়া হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.