পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় দুইটি হরিণের মাথা-মাংস জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে জিনতলা এলাকা দিয়ে হরিণের বস্তাভর্তি মাংস নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এ সময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বস্তা ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুইটি হরিণের মাথা, আট পা ও পাঁচ কেজি মাংস জব্দ করে হরিণঘাটা বিটের সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আদালতের মাধ্যমে মাংসগুলো বিনষ্ট করা হবে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিট কর্মকর্তা মো. আল-আমিন।
Spread the love