শুঁটকি বাজারজাত করণে পণ্য সনদপ্রাপ্তীতে সেমিনার


স্টাফ রিপোর্টার


“বাংলাদেশের দক্ষিনাঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ” উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপদ শুঁটকি বাজারজাতকরণের পন্য সনদপ্রাপ্তির পদ্ধতি আলোচনা শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার (২২জুন) কলাপাড়ার হাজিপুরে সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর অর্ন্তভূক্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


সংগ্রাম’র সিনিয়র পরিচালক (প্রোগ্রাম) মোঃ ইউসুফ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য অফিসার আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।


এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসিপির টেকনিক্যাল অফিসার রাজিব সরকার। পরিবেশ’র সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় এর উপর বর্ণনামূলক আলোচনা করেন, এসইপি’ পরিবেশ অফিসার মোঃ আরাফাত ইসলাম। দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তাদের শুঁটকি বাজারজাতকরনে সনদপ্রাপ্তির ধাপগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এ সেমিনরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রিপোর্টিং এবং ডকুমেন্টেশন অফিসার সজল মিত্র।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.