সিনিয়র রিপোর্টার :
বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম পরিদর্শন ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে আমতলী আইনজীবী মিলনায়তনে অ্যাড. মো. মহসীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন- বরগুনা জেলা দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের, বরগুনা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মো. আখতারুজ্জামান বাহাদুর ও অ্যাড. হরিহর চন্দ্র দাস প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান, বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএসএম মেজবাহ উল হক, বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আবু জাহের ও সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রুহুল আমিন।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।