মোঃ জাহিদুল ইসলাম বেলাল
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চরমাইঠা ও শশাতলা গ্রামে অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে দৈনিক হাজার হাজার মানু্ষ চলাচল করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ব্রীজ দিয়ে চরমাইঠা,নলীবাজার,শশাতলা, হাজীমারা খাকবুনিয়াসহ অনেকগুলো গ্রামের মানু্ষ পারাপার হয়ে থাকে, বিশেষ করে খাকবুনিয়া দরবারের মাদ্রাসার ছাত্র ছাত্রী ও চরমাইঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের লেখা পড়া নিয়ে অভিবাবকরা দুঃশ্চিন্তার মধ্যে আছেন।
স্থানিয়দের অভিযোগ, ব্রীজটি প্রায় দুই বছর যাবত ভেংগে পরে আছে। দেখারমত কোন লোক নেই। মেম্বার চেয়ারম্যানদেরকেও জানানো হয়েছে। তারাও কোন ব্যাবস্থা নেয়নী।
শশাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক জানান, ব্রীজটি ভাঙ্গার কারনে এলাকার শিশুদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
তিনি আরো জানান, কোন মানু্ষ অসুস্থ হলে চিকিৎসা সেবা পেতেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতি দ্রুত এ ব্রীজটি নির্মান করে এলাকার মানুষের কষ্ট দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদের তিনি অনুরোধ জানান।