মানসিক অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক অসুস্থ ব্যাক্তিদের ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ মাহবুবে কিবরিয়া এই চিকিৎসা প্রদান করেন।

রবিবার (২২ মে) সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)’র উদ্যোগে এবং ইউনেসক্যাপ’র সহযোগিতায় কলাপাড়ায় বাস্তবায়িত মানসিক স্বাস্থ্য সহায়তা সংক্রান্ত সাড়াদান ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আওতায় কলাপাড়াস্থ সংগ্রাম’র শাখা কার্যালয়ে একদিন ব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পের মাধ্যমে কলাপাড়া উপজেলার ৬০জন মানসিক অসুস্থ ব্যক্তি ব্যবস্থাপত্র গ্রহন করেন।

ব্যবস্থাপত্রের পাশাপাশি ডাক্তারের সহকারিবৃন্দ মানসিক অসুস্থ ব্যক্তিদের সাথে আসা পরিচর্যাকারীদের কাউন্সিলিং করেন এবং ওষুধ সেবনের ও মনোথেরাপী বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এসময় সংগ্রাম প্রধান কার্যালয়ে’র সিনিয়র পরিচালক (অর্থ) রেশমাতুজ্জামান, এরিয়া ম্যানেজার মোঃ সেলিম রেজা, ব্রাঞ্চ ম্যানেজার নলিনী বেপারী, সংগ্রাম প্রধান কার্যালয়ে’র মিডিয়া অফিসার ও দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন।

সংগ্রাম প্রধান কার্যালয়’র সিনিয়র পরিচালক (অর্থ) রেশমাতুজ্জামান জানান, কোভিড-১৯ চলমান সময়ে মানসিক চাপের কারনে মানসিক অসুস্থ ব্যক্তির হার পূর্বের তুলনায় বেড়ে গেছে।

এছাড়া তিনি আরো জানান, কলাপাড়ায় যেসকল মানসিক অসুস্থ ব্যক্তি পূর্ব থেকেই ছিলো একটা লম্বা সময় ধরে, তারা ট্রিটমেন্টের বাইরে থাকায় তাদের অসুস্থতা বেড়ে গেছে। এধরনের রোগিদের দূরে নিয়ে চিকিৎসা প্রদান যতেষ্ট ঝুঁকিপূর্ন। তাই স্থানীয় পর্যায়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.