সংগ্রাম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে পাথরঘাটা ও বামনার অসহায় পরিবারের পাশে


সিনিয়র রিপোর্টার :
একটি সুস্থ মা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কর্ণধার। তাই পরিপূর্ণ সুস্থ জীবন বহনে কেবল মায়ের পাশেই নয়, সংগ্রাম কাজ করছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও। সংগ্রাম সুদীর্ঘ বছর ধরে অসহায়, হতদরিদ্র, প্রবীণ ও শিশুদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি)’র বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির ‘স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম’র আওতায় শুক্রবার (১০ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরগুনার পাথারঘাটার হাতেমপুর সংগ্রাম হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে গাইনী, প্রসূতি ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

গাইনী, প্রসূতি ও শিশু বিশেষজ্ঞ সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান চিকিৎসা প্রদান করেন। এসময় সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন, পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদার উপস্থিত ছিলেন।

বিনামূলে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন গাইনী, প্রসূতি ও শিশু রোগে অক্রান্ত ৩৫৯ জন রোগী।

সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন বলেন- নারী ও শিশু বান্ধব এ সমাজ গঠনে প্রথম যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, সেটা হল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সংগ্রাম এ অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিত। সুস্থ জীবন গঠনে অসহায় পরিবারগুলোর পাশে বরাবরের মতোই এখনও রয়েছে। সংগ্রাম এ পর্যন্ত কয়েক হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদানে স্বাস্থ্য ক্যাম্প করে এসেছে। যার ধারা এখনও চলমান রয়েছে। মানসিক, গাইনী, শিশু ও চক্ষু চিকিৎসাসহ সব ধরণের সহযোগিতা করতে এ অঞ্চলের মানুষের পাশে থাকবে সংগ্রাম।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.