টানা তৃতীয় বারের মতো মেয়র হলেন মতিয়ার রহমান

মো: সানাউল্লাহ্ রিয়াদ :

বরগুনার আমতলী পৌরসভা ৫ম নির্বাচনে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারিভাবে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মো. মতিয়ার রহমানকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ২ বারের নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইলফোন প্রতীক নিয়ে ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান হ্যাঙ্গার প্রতীকে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।

এছাড়া আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- কম্পিউটার প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল মামুন (প্রাপ্ত ভোট- ১৫২), জগ প্রতীকে আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট-৪২), ইস্ত্রি প্রতীকে কামাল মৃধা (প্রাপ্ত ভোট-৬০), ক্যারামবোর্ড প্রতীকে জহিরুল ইসলাম খোকন (প্রাপ্ত ভোট-৫২), বড়শি প্রতীকে নুসরাত জাহান (প্রাপ্ত ভোট-২৭), চামচ প্রতীকে মুহা ইফতেকার হাসান (প্রাপ্ত ভোট-২৪) ও নারিকেল গাছ প্রতীকে মো: জিল্লুর রহমান (প্রাপ্ত ভোট-৮১)।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন। এতে মোট ৯টি কেন্দ্রে ১২ হাজার ৬০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫৩টি ভোট বাতিল হয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ছিলো- ১২ হাজার ৫৫২। ভোটার উপস্থিতির হার ছিলো ৭৯ দশমিক ৫৮ শতাংশ।

১৯৯৮ সালের ১৫ অক্টোবর আমতলী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মো. আ. ছত্তার মৃধা। ২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফা নির্বাচিত হন মেয়র মো. মতিয়ার রহমান।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.