বরগুনা জেলা প্রশাসনের অভিযানে বিষখালী নদীতে সাড়ে ৮ লাখ টাকার জাল জব্দ

স্টাফ রিপোর্টার

বরগুনার বিষখালী নদী থেকে মাছ ধরার ২৬ টি নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিষখালী নদীর লতাবাড়িয়া ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের নির্দেশে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সহযোগিতায় বিষখালী নদীতে অভিযানে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ছোট ৫টি ড্রাম, ১০ টি দীর্ঘ আকৃতির কারেন্ট জাল ও নিষিদ্ধ ১৬ টি বেহুন্দি জাল ভাসান জাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ড্রাম ও জালের অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় মৎস্য বিভাগ।

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.