স্টাফ রিপোর্টার
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) হাই স্কুল সড়কে অবস্থিত সিবিডিপির প্রধান কার্যালয়ের হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এনসিটিএফ’র সভাপতি ইবরার হোসেন নিঝুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ।
সাধারন সম্পাদক জীম এর সঞ্চালনায় জেলা এনসিটিএফ’র ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন, এনসিটিএফ এর সহ-সভাপতি, শিশু সাংবাদিক, শিশু সাংসদ, শিশু গবেষক, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং জেলা ও সদর উপজেলা এনসিটিএফ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের অধিকার আদায়ের পাশাপাশি নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই শিশু সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২৫ জন শীতার্তের হাতে কম্বল তুলে দিয়েছেন তারা।