স্টাফ রিপোর্টার
পাথরঘাটায় সাত দিনব্যাপী টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।
সংগ্রাম’র আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়নে যুব সমাজ’র উদ্যোগে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট’র উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রাম’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা চৌধূরী মোঃ মাসুম।
উন্নয়নে যুব সমাজ ইউনিয়ন সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার হেমায়েত হোসেন ভুট্টো, ইউপি নারী সদস্য ফাতেমা বেগম, ইউপি সদস্য মো. আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পাথরঘাটা ইউনিয়নের যুব নেতৃবৃন্দ এবং সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
ওই দিন হাতেমপুর খেলাঘর বনাম রুহিতা ক্রীড়া পরিষদ’র এ ম্যাচে হাতেমপুর খেলাঘর বিজয়ী হয়েছে।
এ ম্যাচ চলবে ২০, ২১, ২২, ২৩, ২৫,২৬ ও ০১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টায় খেলা শুরু হবে।
এতে হাতেমপুর খেলাঘর বনাম রুহিতা ক্রীড়া পরিষদ ছাড়াও প্রথম রাউন্ডে অংশগ্রহন করবে পদ্মা সুন্দরবন ক্লাব বনাম বাদুরতলা একাদশ, চরলাঠিমারা সুন্দরবন ক্লাব বনাম আল আমিন স্মৃতি হাড়িটানা, গহরপুর একাদশ বনাম নিজলাঠিমারা একাদশ।
পরবর্তীতে সেমি ফাইনালে অংশ নিবে বিজয়ী চার দল। চার দলের মধ্যে বিজয়ী দুটি দল ফাইনালে অংশগ্রহন করে একটি দল বিজয়ী হিসেবে ২৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতে নিবে।