স্টাফ রিপোর্টার
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি উপলক্ষে স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউন হল মিটিং সম্পন্ন হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে আজ শনিবার (২৩ জুলাই) সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টাউন হল সভায় প্রধান অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাহেলা ফেরদৌস হাসান।
জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, ডা. মোঃ আসিফ, ডা. মোঃ কাজী ইসমাইল হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, লোকবেতার ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।
উপস্থিত অতিথিদের মধ্যে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ, ইউপি সদস্য মোঃ এমাদুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের যুব সদস্য গিয়াস উদ্দিন, মোঃ সোহেল।
এছাড়াও দি হাঙ্গার প্রজেক্ট এর স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান বাস্তবায়ন করতে সহযোগিতা করেন।
দি হাঙ্গার প্রজেক্ট এর বরিশাল অঞ্চলের এরিয়া কো অর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) মোঃ তানভীর হোসেন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী দেবাশীষ কর্মকার।
মনির হোসেন কামাল ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামান, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক পিপি অ্যাডভোকেট ইউনুস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এ টাউনহল মিটিং এ।
মিটিং এ প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন চিকিৎসক হিসেবে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকব বলে কথা দিয়েছি। আর এ কথা মনে প্রাণে ধারণ করে চলব। তিনি তাঁর বক্তব্যে করোনা টিকা গ্রহণের পরামর্শমূলক বার্তা তুলে ধরেন।
আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য লিখিত আকারে পেশ করেন। যা দি হাঙ্গার প্রজেক্টের কর্ম ক্ষেত্রে সহযোগিতা করবে বলে মনে করেন সংস্থাটি।