বরগুনার খাজুরতলা থেকে জামায়াতের সেক্রেটারিসহ আটক-৩

গোলাম কিবরিয়া

 বরগুনা সদর উপজেলার খাজুরতলা থেকে গোপন বৈঠক করার সময় জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারিসহ তিন সদস্যকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ।

 শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে খাজুরতলার আফজালুর রহমানের নিজ বাড়ি থেকে তাদের আটক করার কথা জানিয়েছেন পুলিশ।

 থানা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার আফজালুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর ৭/১০ জনের একদল নেতা-কর্মী নাশকতার গোপন বৈঠক চলছে এমন তথ্যে এনএসআই অভিযান চালিয়ে জেলা জামায়াত ইসলামীর বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, সদস্য জহিরুল হক ও রফিকুল ইসলামকে আটক করেন। এসময় অন্যান্যরা পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই জব্দ করা হয়। সে সব বইয়ের মধ্যে রয়েছে, ইসলাম সন্ত্রাসবাদসহ প্রায় দুই শতাধিক বই। এদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামে। তিনি মৌলভী কাসেম বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, আটককৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে নাশকতার গোপন বৈঠকসহ বিপুল পরিমাণ জিহাদী বইসহ আটক করা হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিলো।
Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.